কিভাবে অ্যাভোকাডোর বীজ থেকে চারা তৈরী করা সম্ভব?
প্রথমেই বলে রাখা জরুরী, এই অ্যাভোকাডোর বীজ থেকে চারা তৈরী করার পথে যথেষ্ট ধৈর্য্য ও অপেক্ষা করার ক্ষমতা থাকতে হবে। কারণ, শুধুমাত্র বীজটি ফেটে চারা বেরোনোর লক্ষণ প্রকাশ পেতেই প্রায় দুই মাসের অধিক চলে যায়।
অ্যাভোকাডোর বীজটিকে ফল থেকে বের করার পর, একটা কোনও ছোট পাত্রে জলের সংস্পর্শে (আংশিক নিমজ্জিত অবস্থায়) রাখতে হবে। এভাবেই, দুই মাসের বেশী সময় অপেক্ষার পর, চারা বের হয়ে আসবে।
ভারতীয় জলবায়ুুতে এই গাছ লাগাতে অসুবিধা নেই। প্রচুর বাতাস পছন্দ করে এই গাছ। আর, একদম সহ্য করতে পারেনা তুষারপাত। সেই হিসেবে, ভূমধ্যসাগরীয় অঞ্চল ও দক্ষিণ-মধ্য মেক্সিকোর এই গাছ অনায়াসে আমাদের জলবাায়ুতে লাগানো যেতে পারে।
খুবই লাভজনক এই ফলের চাষ। বর্তমানে, ভারতে এই ফল ৩৫০ থেকে ৪৫০ টাকা/প্রতি কিলো হিসেবে বিক্রী হয়।